জকিগঞ্জে এইচএসসিতে ফলাফল বিপর্যয়, আলিমে সন্তোষজনক!
মোঃ ইউনুছ আলী, জকিগঞ্জ
গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সিলেট শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জকিগঞ্জ উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নেয়। বিশ্লেষণে দেখা গেছে, মাদ্রাসাগুলোর ফলাফল সন্তোষজনক হলেও কলেজ পর্যায়ে পাশের হার তুলনামূলকভাবে কম।
সিলেট শিক্ষা বোর্ডের (সেন্টার নং ১০৯) অধীনে জকিগঞ্জের মোট আটটি কলেজ থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।মোট পরীক্ষার্থী ছিলেন প্রায় ১,০৬২ জন। এর মধ্যে পাশ করেছে ৪৫৮ জন এবং ফেল করেছে প্রায় ৬০৪জন। ফলে উপজেলাজুড়ে এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার দাঁড়িয়েছে প্রায় ৪৩ শতাংশ।
গুরু সদয় হাই স্কুল অ্যান্ড কলেজে পাশ করেছে ১৬ জন এবং ফেল ৪৯ জন। গণিপুর কামালগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে পাশ ৭ জন, ফেল ৪৬ জন। লুৎফুর রহমান হাই স্কুল অ্যান্ড কলেজে পাশ করেছে ৩৩ জন, ফেল ৪২ জন। গোলাম মোস্তফা চৌ. একাডেমিতে পাশ ২ জন, ফেল ৩৩ জন। শাহবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে পাশ ৭ জন, ফেল ১০ জন। হাফছা মজুমদার মহিলা কলেজে বিজ্ঞান বিভাগে পাশ করেছে ৬৫ জন, মানবিকে ৯৮ জন এবং ব্যবসায় শিক্ষায় ১২ জন। একই কলেজে ফেল করেছে যথাক্রমে ১৮, ৫৮ ও ১০ জন। জকিগঞ্জ সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে পাশ ৩১ জন, মানবিকে ৬৪ জন এবং ব্যবসায় শিক্ষায় ১৯ জন; ফেল করেছে ৪৬, ৬১ ও ৮০ জন। অন্যদিকে ইছামতি কলেজে বিজ্ঞান বিভাগে পাশ ৪০ জন, মানবিকে ১০৬ জন ও ব্যবসায় শিক্ষায় ২১ জন; ফেল করেছে ২০, ১৭৩ ও ৩২ জন।
অন্যদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জকিগঞ্জ উপজেলার চারটি মাদ্রাসা থেকে মোট ২৩৭ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৮৮ জন এবং অকৃতকার্য হয়েছেন ৪৯ জন। উপজেলায় আলিম পরীক্ষায় মোট পাশের হার প্রায় ৭৯ শতাংশ। ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসায় পরীক্ষার্থী ছিল ৫৬ জন, উত্তীর্ণ ৩৮ জন, সর্বোচ্চ জিপিএ ৪.৫০ এবং সর্বনিম্ন উত্তীর্ণ জিপিএ ২.০০। গাংগাজল হাসানিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় পরীক্ষার্থী ছিল ৪২ জন, উত্তীর্ণ ২৬ জন; সর্বোচ্চ জিপিএ ৪.৯৩ এবং সর্বনিম্ন উত্তীর্ণ জিপিএ ২.৭৯। বাদে দেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসায় পরীক্ষার্থী ছিল ৫৭ জন, উত্তীর্ণ ৫৬ জন; সর্বোচ্চ জিপিএ ৪.৮৬ এবং সর্বনিম্ন উত্তীর্ণ জিপিএ ১.৮৬। জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসায় পরীক্ষার্থী ছিল ৮২ জন, উত্তীর্ণ ৬৮ জন; সর্বোচ্চ জিপিএ ৫.০০ এবং সর্বনিম্ন উত্তীর্ণ জিপিএ ১.৮৬।
এইচএসসি ও আলিম—দুই পরীক্ষার ফলাফল মিলিয়ে জকিগঞ্জ উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ১,২৯৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে প্রায় ৬৪৬ জন এবং এদের মধ্যে অকৃতকার্য প্রায় ৬৫৩ জন। সম্মিলিতভাবে উপজেলায় মোট পাশের হার দাঁড়িয়েছে প্রায় ৫০ শতাংশ।
উপজেলার শিক্ষাবিদরা বলছেন, জকিগঞ্জের শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় ও কলেজ পর্যায়ে নিয়মিত ক্লাস, শিক্ষকের তদারকি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা জরুরি। অপরদিকে মাদ্রাসাগুলোর ধারাবাহিক ভালো ফলাফল ধরে রাখায় অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেছেন।
মোঃ ইউনুছ আলী
১৬.১০.২০২৫