- অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক তরফদার

আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক তরফদার ১৯৫৯ খ্রিস্টাব্দের ১ মার্চ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের অন্তর্গত খাদিমান গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মোঃ তৈয়বুর রহমান এবং মাতা নুরুন্নাহার। মাত্র পাঁচ বছর বয়সে তিনি পিতৃহারা হন। এসময় এই শূন্যতা অনেকটাই পূরণ করেন তাঁর বড় ভাই কারি আব্দুল লতিফ খাদিমানি (র.) , যিনি ছিলেন তাঁর অভিভাবক ও পথপ্রদর্শক। হযরত খাদিমানী (র:) ছিলেন থানাবাজার এলএফ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম।
শিক্ষাজীবনে তিনি অল্প বয়স থেকেই মেধার পরিচয় দেন। ১৯৭১ সালে পাকিস্তান সরকারের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। স্বাধীনতার পর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পদ্ধতিতে অনুষ্ঠিত পুনরায় পরীক্ষাতেও তিনি সাফল্যের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে কিছু সময়ের জন্য চট্টগ্রামের কুতুবদিয়ায় অবস্থান করে এক জনৈক পীরের হাতে বাইয়াত গ্রহণ করেন। একপর্যায়ে ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেবের চিঠি ও পরামর্শক্রমে তিনি ফিরে এসে সৎপুর মাদ্রাসায় আলিম শ্রেণিতে ভর্তি হন। সেখানে অধ্যয়ন শেষে ১৯৭৪ সালে আলিম, ১৯৭৬ সালে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হন। ফাজিল পরীক্ষায় তিনি সারা বাংলাদেশে প্রথম বিভাগে ১৩তম স্থান অর্জন করেন। ১৯৭৮ সালে কামিল সম্পন্ন করে তাঁর শিক্ষাজীবন শেষ করেন।
৭৮ সালে কামিল পাশ করে একই বছর তিনি মৌলভীবাজার জেলার রাজনগর দারুস সুন্নাহ মাদ্রাসায় যোগ দিয়ে কর্মজীবনের সূচনা করেন। তাঁর অক্লান্ত প্রচেষ্টা ও নেতৃত্বে প্রতিষ্ঠানটি দাখিল থেকে ধাপে ধাপে আলিম ও ফাজিল স্তরে উন্নীত হয়। দীর্ঘ ৪২ বছর তিনি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে ২৮ ফেব্রুয়ারি ২০১৯ সালে অবসর গ্রহণ করেন। তবে এলাকার মানুষের অনুরোধে অতিরিক্ত দুই বছর চুক্তিভিত্তিক অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি রাজনগর থানা মসজিদ ও রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। প্রতি শুক্রবারে পালাক্রমে তিনি এই দুটো মসজিদে জুমা’র নামাজের ইমামতি করতেন। এক শুক্রবার থানা মসজিদে ইমামতি করলে পরের শুক্রবার কেন্দ্রীয় মসজিদে ইমামতি করতেন। মৌলভীবাজার জেলায় তাঁর সীমাহীন কদর ছিল। সেখানে আজো তিনি “বড় হুজুর” নামে পরিচিত।
মাওলানা আব্দুর রাজ্জাক একজন শিক্ষকই শুধু নন, বরং একজন সমাজনেতা, সংগঠক এবং দ্বীনের খ্যাতনামা দায়ি ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রতিষ্ঠিত ‘আদর্শ শিক্ষক পরিষদ ‘ মৌলভীবাজার জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ইসলাম প্রচার ও কোরআন শিক্ষার প্রসারে তিনি “দারুল কেরাত মোহাম্মাদিয়া সাল্লাল্লাহু ইসলাম” নামে রমজান ভিত্তিক একটি বিশুদ্ধ কোরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তাঁর রচিত দুটি গ্রন্থ— প্রাথমিক তাজবীদ শিক্ষা এবং আত-তাওরীদ ফি ইলমিত তাজবীদ— পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত।
ব্যক্তিজীবনে তিনি তিন পুত্র ও তিন কন্যার জনক। বর্তমানে নিজ বাড়িতে অবসর জীবনযাপন করছেন। আল্লাহ এই আলেমেদ্বীনকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমিন।
তথ্য দাতা: মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসউদ তরফদার